19/04/2024 : 11:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মুখে মাস্ক নেই, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানঃ পল্লিমঙ্গলের অভিনব উদ্যোগ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর, ২০২০:


কোভিড রুখতে মাস্ক স্যানেটাইজার আর সামাজিক দূরত্বের সাথে সাথে দরকার টেস্ট ও ! কিন্তু গ্রামের দিকে অনেকেই ভয়ে টেস্ট করাতে চাইছেন না ! সেইব্যাপারে সচেতনতা আনতে গ্রামে গ্রামে প্রচারের পাশাপাশি আজ অভিনব সচেতনতা শিবির করা হল পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে। আজ পথচলতি মানুষ যারা মাস্ক ছাড়া বেড়িয়েছিল বা বাইক আরোহী যাদের হেলমেট আর মাস্ক ২ টোই ছিলনা না তাদের আটকে সচেতন করা হল এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য পাল্লা রোড হাসপাতালে নিয়ে যাওয়া হল।

পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার জানান যে,  টেস্ট ছাড়া গতি নেই , টেস্ট ই বাঁচার রাস্তা এটা বোঝাতে লাগাতার প্রচারাভিযান চলবে, এর পাশাপাশি পল্লিমঙ্গল সমিতির যে স্যানেটাইজার ও মাস্ক ব্যাঙ্ক রয়েছে সেখান থেকে মাস্ক বা স্যানেটাইজার পেতে গেলে নতুন শর্ত আরোপ হচ্ছে। যে এই সুবিধা নিতে ইচ্ছুক তার পরিবারের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা বাধ্যতামূলক।

Related posts

একলাফে অনেকটাই সস্তা পেট্রোল-ডিজেলঃ এখন মেমারিবাসী তাকিয়ে রাজ্যের দিকে

E Zero Point

রাজ্যসরকারের কর্মসূচী প্রচারে যুব তৃণমূল কংগ্রেস

E Zero Point

করোনা কালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন ডা: জোয়েব ফারহাদ বিশ্বাস

E Zero Point

মতামত দিন