01/05/2024 : 6:33 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

প্রধান শিক্ষিকা ঘেরাও পান্ডুয়ায়

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, পান্ডুয়া, ১৮ সেপ্টেম্বর ২০২০:


পান্ডুয়া ব্লকের রাধারাণী উচ্চ বালিকা বিদ্যালয়ে ট্রান্সফার সার্টিফিকেট না দেওয়ায় হেড দিদি মনিকে ৩ ঘন্টা আটকে বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।
স্থানীয় সূত্রে জানাযায়,যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে অন্য স্কুলে ও কলেজে ভর্তি হবে তাদের বিগত দুমাস যাবত এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।


আগামী ২১ সেপ্টেম্বর ভর্তি হবার শেষ দিন।তাই সকলে অন্যান্য দিনের মতো আজকেও সকলে স্কুলে উপস্থিত হয়। কিন্তু হেড দিদিমনি সকলকে বলেন তার কাছে স্কুলের মেলআইডির পাসওয়াড নেই। তারপরই সকলে দিদিমনিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে।
ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। হেড দিদিমনির সাথে কথা বলে অভিভাবক সহ সকল ছাত্রীদের পুলিশ জানান আগামী সোমবার তাদের এই সার্টিফিকেট দেওয়া হবে।
পুলিশের আশ্বাসে ৩ ঘন্টা পরে এই ঘেড়াও ও বিক্ষোভ উঠে যায়।

Related posts

আমফান মামলায় বিভাগীয় প্রধান সচিব কে তলব হাইকোর্টের

E Zero Point

বাৎসরিক শ্রীশ্রী বাবা বুড়ো রাজ পুজো

E Zero Point

জমানো অর্থ থেকে ১ লক্ষ টাকা দান শিক্ষিকার

E Zero Point

মতামত দিন