29/03/2024 : 4:38 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

উপপ্রধানকে পুকুর থেকে উদ্ধার কালনায়

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৫ সেপ্টেম্বর ২০২০:


জলে পড়ে যাওয়া তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে টেনে তুললেন সি পি আই এম কর্মীরা। ঘটনাটি ঘটে শনিবার কালনা এক নম্বর ব্লকের ধাত্রীগ্রাম ফুটবল খেলার মাঠের  পাশের পুকুরে। এদিন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমিত্র গুপ্ত শিক্ষক দিবসের অনুষ্ঠান করে বাইকে বাড়ি ফিরছিলেন।  একটি আইসক্রিম বাক্সের সঙ্গে ধাক্কা লেগে তিনি বাইক থেকে ছিটকে পুকুরে গিয়ে পড়েন।   সদ্য বাইক মিছিল শেষ করা সিপিআইএম কর্মীদের নজরে পড়ে যায় ঘটনাটি।   সঙ্গে  সঙ্গেই  সেখানে ছুটে গিয়ে  উপ প্রধানকে জল থেকে টেনে তোলেন।  এমনকি যুব কর্মীরা জলে নেমে উপ প্রধানের হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে দেন। উল্লেখ্য কয়েক মাস আগে কালনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল যুব কর্মীকে  ভাগীরথী নদীতে  ডুবে যাওয়া থেকে বাঁচান একজন সিপিআইএম কর্মী।  এই ঘটনার কথা ওই যুব কর্মী তার ফেসবুক পেজে পোস্ট করেছিলেন।

Related posts

সিপিআইএমে মোহভঙ্গ ৫ দিনেই, আবার তৃণমূলে

E Zero Point

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাকে কেন্দ্র করে সরগরম বর্ধমানের রাজনৈতিক মহল

E Zero Point

মঙ্গলকোটে আশা কর্মীদের উপহার প্রদান ও গ্রন্থাগারে পুস্তক বিতরণ

E Zero Point

মতামত দিন