17/05/2024 : 4:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আশাকর্মীদের পাশে রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৯ সেপ্টেম্বর ২০২০:


পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখা মেমারি হাসপাতাল ইউনিট কমিটির উদ্যোগে আজ মেমারি হাসপাতাল প্রাঙ্গণে ৩৩০ জন আশা কর্মী, সাফাই কর্মী, ডি গ্রুপ কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি হাসপাতালের স্বাস্থ্যআধিকারিক হর্ষ ঘোষ, রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের জেলা নেতৃত্ব বিশ্বজিৎ সাঁই, মেমারি ইউনিটের সভাপতি ইতি পাল, সহ সভাপতি অমিতাভ ঘোষ, সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়, সংস্থার সদস্য স্নেহাশীষ ঘোষ দস্তিদার।

মেমারি ইউনিটের সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় জানান যে, বর্তমান করোনাকালে আশাকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে মানুষের কাছে পৌঁছে কাজ করে চলেছেন তাদের এই সম্মান প্রাপ্য। আমরা আমাদের সংস্থার সদস্যদের সহযোগিতা ও মেমারি হাসপাতালের বিএমএইচও হর্ষ ঘোষের অনুপ্রেরণা আশাকর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের করোনা মোকাবিলার জন্য মাস্ক, স্যানিটাইজার, ফেসশিল্ড দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হল।

Related posts

জমে উঠেছে সারা বাংলা বাউল মেলা দেবীপুরে

E Zero Point

ভালো নেই হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেটের স্রষ্টা

E Zero Point

এবার ইলিশ চাষ হবে পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন