27/04/2024 : 6:36 PM
বিদেশ

মার্কিন প্রেসিডেন্টকে বিষমাখা চিঠি, বন্দুকসহ নারী গ্রেপ্তার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠিকানায় বিষমাখা চিঠি পাঠানোর অভিযোগে সন্দেহভাজন এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী এক কর্মকর্তা রবিবার এ তথ্য জানিয়েছেন।

নিউইয়র্ক সীমান্তে ওই নারী কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়। সেসময় তার সঙ্গে একটি বন্দুক ছিল।

চলতি সপ্তাহের শুরুর দিকে হোয়াইট হাউসের উদ্দেশ্যে পাঠানো চিঠিপত্র স্ক্রিনিং করার সময় বিষমাখানো চিঠিটি আটক করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, স্ক্রিনিংয়ের সময় চিঠির খামের ভেতরে একটি পদার্থের সন্ধান পাওয়া যায়। পরে জানা যায়, সেটি রাইসিন; এটা এক প্রকার বিষ, যা প্রাকৃতিকভাবে ক্যাস্টর বীজে থাকে।

তদন্তকারীদের বিশ্বাস, চিঠিটি কানাডা থেকে পাঠানো হয়েছে। এর ভেতর যে, রাইসিন বিষই ছিল তা পরীক্ষা করে নিশ্চিত হয়েছে এফবিআই।

Related posts

মার্কিনমুলুকে পুজোর গান

E Zero Point

প্রয়াত হলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্ত

E Zero Point

অভিনব উপায়ে করোনায় মৃতদের স্মরণ চীনে

E Zero Point

মতামত দিন