19/04/2024 : 4:27 AM
বিদেশ

মাইক্রোসফটকে হারিয়ে টিকটকের পার্টনার ওরাকল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত ডেডলাইনের একদম শেষ মুহূর্তে মাইক্রোসফটকে প্রত্যাখ্যান করে ওরাকলের সঙ্গে চুক্তি করেছে টিকটকের ইউএস ভার্সন।

সংবাদসূত্রে জানা গেছে, টিকটক পুরোপুরি বিক্রি হচ্ছে না। দুই কোম্পানি পার্টনারশিপে যুক্তরাষ্ট্রে ব্যবসা করবে।

আমেরিকায় টিকটক নিষিদ্ধের তোড়জোড় শুরু হওয়ায় অ্যাপটির মালিকানাধীন চীনা কোম্পানি বাইটড্যান্স বেশ চাপে ছিল। ট্রাম্প টিকটকের বিরুদ্ধে নির্বাহী আদেশে জানান, ১৫ সেপ্টেম্বরের ভেতর বাইটড্যান্সকে তাদের টিকটক অ্যাপের ইউএস ভার্সন হয় বিক্রি করতে হবে, না হয় ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।

ট্রাম্পের দাবি, টিকটক চীন সরকারকে যুক্তরাষ্ট্রের তথ্য সরবরাহ করে।

এই খবর আসার কিছুক্ষণ আগে মাইক্রোসফট বিবৃতিতে বলে, ‘বাইটড্যান্স জানিয়েছে, তারা আমাদের কাছে বিক্রি করবে না। আমাদের প্রস্তাব টিকটক ব্যবহারকারীদের জন্য ভালো ছিল বলে বিশ্বাস করি।’

‘এই গুরুত্বপূর্ণ অঞ্চলে সেবাটি কীভাবে বিকশিত হয়, সেটি দেখতে আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’

ওরকালের চেয়ারম্যান ল্যারি এলিসন ট্রাম্পের সমর্থক। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্টের জন্য তাকে তহবিল সংগ্রহ করতে দেখা যায়।

Related posts

সম্মেলনে মাস্ক পরা বাধ্যতামূলক কিন্তু মাস্ক পড়েননি ট্রাম্পঃ রিপাবলিকানদের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন ট্রাম্প

E Zero Point

যুক্তরাষ্ট্রে টিকটকের বিক্রি ঠেকাতে চীনে নতুন আইন

E Zero Point

ভাড়ায় মিলবে বাবা!

E Zero Point

মতামত দিন