15/04/2024 : 9:35 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মানব তথা প্রকৃতির কল্যাণের জন্য ১১ বছর ধরে পূজো বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ – আলমঙ্গীর হোসেন, ১৩ সেপ্টেম্বর, ২০২০:


প্রতিবছর মোহনপুর রক্তির পারে মোহনপুর সবুজ সংঘ এবং শ্যামলী প্রসঙ্গের যৌথ উদ্যোগে মহালয়ার আগের একাদশী তিথিতে করম উৎসব হয়ে থাকে। দীর্ঘ ১১ বছর ধরে এই উৎসব চলছে এবার ১২ বছরে পদার্পণ করল আমাদের করম উৎসব। করম উৎসব – আদিবাসী সম্প্রদায়ের একটি বিশেষ উৎসব যার মূল বিষয় হল আমাদের ধাত্রীদেবতার কাছে এই পৃথিবীকে রক্ষা করার প্রার্থণা ও বন্দনা করা।

দুই দিনব্যাপী এই উৎসব হয় আজ প্রথম দিন করম বৃক্ষ রোপন করার মাধ্যমে উৎসবের সূচনা হয় আগামীকাল এই বৃক্ষের বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি। আসলে এই বৃক্ষকে বিসর্জন করা হয় না একটি নিরাপদ জায়গায় বৃক্ষটিকে রোপন করা হয় এবং পরিচর্যা করা হয় সারা বছর জুড়ে আগামী বছরে আবার এই বৃক্ষের ডাল কেটে উৎসব পালন করা হবে এই আশায় এবং একাধারে মানব কল্যাণ তথা প্রকৃতির মঙ্গল সাধনায়।

Related posts

বর্ধমান শহরে করোনার ডাবল সেঞ্চুরি, মেমারিতে ৪৮

E Zero Point

মন্তেশ্বর পঞ্চায়েতের পক্ষ থেকে মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন

E Zero Point

খোদ পূর্ব বর্ধমানে এখনো ওরা ‘নেই’ রাজ্যের বাসিন্দা

E Zero Point

মতামত দিন