29/03/2024 : 12:16 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবৈঁচিহুগলি

অভিনব ট্যাবলো যাত্রার মাধ্যমে স্বাধীনতা দিবস পালন বৈঁচিগ্রামে

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, বৈঁচিগ্রাম, ১৫ অগস্ট ২০২০:


১৫ ই আগস্ট। এবারে ৭৪ তম স্বাধীনতা দিবস ।রাজ্যের বিভিন্ন জায়গার ন্যায় সারা ভারতবর্ষে আজকের দিনটি খুবই ধুমধাম করে পালন করা হয়।
কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের ফলে সবকিছু অনুষ্ঠানকে বাতিল করতে হয়েছে।
এমনই এক সচেতনতা বার্তা নিয়ে স্বাধীনতা দিবস পালন করলো হুগলির বৈঁচিগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে।


শনিবার সকাল ১১ টায় বৈঁচি গ্রাম আটচালা গ্রুপের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করে এক অভিনব স্বাধীনতা দিবস পালন করলেন।
বর্তমান পরিস্থিতি কে সামনে রেখে তারা কয়েকটি ট্যাবলো গাড়ির বার করেন রাস্তায়। যার মধ্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রথম সারিতে যুদ্ধ করা ব্যক্তিদের মডেল রাখা হয় ।যেখানে দেখা যাচ্ছে ডাক্তার, নার্স, পুলিশকর্মী ,সাফাই কর্মীরা পৃথিবী কে নিজ হাতে তুলে ধরে আছেন।


বর্তমান এই মহামারীর দিনে মানুষের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে মাস্ক যা এই গ্রুপের পক্ষ থেকে পথচলতি কয়েকশো মানুষের হাতে বিনামূল্যে তুলে দেন এরা। শুধু মাক্স না এর পাশাপাশি বেশকিছু চারাগাছ সাধারণ মানুষের হাতে তুলে দেন ।বড়দের পাশাপাশি ছোটদের খাতা ,পেন,পেন্সিল সহ নানান সামগ্রী তুলে দেন ।
আজকের এই সমস্ত কর্মসূচিতে মূল বার্তা ছিলো রুগীর সাথে না রোগের সাথে লড়তে হবে সকলকে ।
তাই আগামী দিনেও সাধারণ মানুষের পাশে এই ভাবেই সেবামূলক কাজ নিয়ে থাকবে আটচালা গ্রুপ এমনই জানান এই স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য।

Related posts

হাসপাতাল থেকে ছুটি পেলেন মুখ্যমন্ত্রী

E Zero Point

বর্ধমানের ফেন্সি মার্কেটের দোকানে আগুন, গুরুতর আহত মালিক

E Zero Point

অধিকার আদায়ের দাবীতে মহানগরে ২৮ জানুয়ারিতে আবার শান্তিপূর্ণ মিছিল

E Zero Point

মতামত দিন