26/04/2024 : 2:06 AM
বিদেশ

দ্বিতীয় ভ্যাকসিনেও সফলতা দাবি রাশিয়ার

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২২ অগাষ্ট, ২০২০:


গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউটের তৈরি ‘স্পুটনিক ভি’ টিকার অনুমোদন দেয়ার পর ভেক্টর স্টেট রিসার্চ সেন্টারের তৈরি সম্ভাব্য টিকার ট্রায়ালেও সফলতা দাবি করেছে রাশিয়া।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ট্রায়ালে যারা অংশ নিয়েছেন তাদের কারো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

প্রথম টিকার চূড়ান্ত ট্রায়াল শেষ হওয়ার আগেই অনুমোদন দিয়ে আলোচনা সৃষ্টি করেছে রাশিয়া। দ্বিতীয় টিকা নিয়েও তারা একই ধরনের কথা বলছে। এপিভ্যাককরোনা নামের এই টিকার ট্রায়াল শেষ হওয়ার কথা সেপ্টেম্বরে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এদিন বিবৃতিতে বলেছে, ‘ট্রায়ালের সবাই সুস্থ আছেন। কারো শরীরেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’

আগস্টের দ্বিতীয় সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেদের টিকার অনুমোদন দেন। সামনের সপ্তাহে ৪০ হাজার মানুষকে নিয়ে টিকাটির ট্রায়াল হবে।

ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে রাশিয়ার ইতিহাস খুব সমৃদ্ধ। এ কারণেই অনেকে তাদের ওপর ভরসা রাখতে চাচ্ছেন। তবে পশ্চিমারা বলছেন, ট্রায়ালের ডেটা দেখার আগে টিকা নিয়ে খুশি হওয়ার কিছু নেই।

রুশ কর্তৃপক্ষের দাবি, করোনা প্রতিরোধে অন্তত ২ বছর কার্যকর থাকবে এই ভ্যাকসিন। সময়সীমা আরও বেশি হতে পারে বলেও ধারণা তাদের।

Related posts

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

E Zero Point

করোনায় আক্রান্ত পাকিস্তানের বিদেশমন্ত্রী

E Zero Point

সরে দাঁড়ালেন টিকটক প্রধান

E Zero Point

মতামত দিন