07/05/2024 : 2:09 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নার্সদের ওপর হামলার প্রতিবাদে ডেপুটেশন কালনা হাসপাতালে

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২৩ সেপ্টেম্বর, ২০২০:


কালনা হাসপাতালে কর্তব্যরত নার্সদের ওপর হামলার প্রতিবাদে, আজ ফের কালনা হাসপাতাল সুপারকে ঘরের সামনে বিক্ষোভ ডেপুটেশন করলো কালনা হাসপাতালের নার্সিং স্টাফরা। এ দিন নার্সিং ইউনিটি কলকাতা শাখা থেকে তিন জন নার্স এসে এবং কালনা হাসপাতালের নার্সদের সাথে নিয়ে, একটি ডেপুটেশন  সুপারের কাছে জমা দেয়। তাদের দাবিগুলি ছিল নার্সদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, স্বাস্থ্য ভবন থেকে আধিকারিকেরা এসে নার্সদের সাথে কথা বলে দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। মূল অভিযুক্ত এখনও অধরা তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রতিটি ওয়ার্ডের সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে এ দিন সুপারের ঘরের সামনে কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখানোর পর, একটি ডেপুটেশন জমা দেন তারা।

Related posts

দুই কিশোরী মেয়ের জীবন যুদ্ধের পাশে বৈশাখী উৎসব কমিটি

E Zero Point

জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

E Zero Point

বাংলার মানুষ আর সাদা শাড়ি চায়না, সাদা দাড়ি চায় : দিলীপ ঘোষ

E Zero Point

মতামত দিন