জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৮ এপ্রিল ২০২১:
ভাতার বিধানসভার বিজেপির প্রার্থী মহেন্দ্রনাথ কুমারের সমর্থনে আজ দিলীপ ঘোষের জনসভা ছিল নবাবনগরে। এই জনসভা থেকে তিনি বলেন “বাংলার মানুষ আর হাওয়াই চপ্পল সাদা শাড়ি দিয়ে আর বাংলা চালানো যাবে না এখন বাংলা চালাতে গেলে সাদা দাড়ি দরকার”।
এই জনসভায় হাজারে হাজারে মানুষ হাজির হয়েছিলেন ভাতারের বিভিন্ন প্রান্ত থেকে।
সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, ভাতারের চারটি মন্ডল এর মন্ডল সভাপতি ও প্রার্থী নিজে।
বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোণার জানান,
আজ আমাদের রাজ্যের সভাপতি এসেছিলেন জনসভায় ভাতারের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসেছিলেন এখানে আজ সমস্ত কর্মীর মনোবল বাড়িয়ে গেলেন তিনি।