29/09/2023 : 11:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

বাংলার মানুষ আর সাদা শাড়ি চায়না, সাদা দাড়ি চায় : দিলীপ ঘোষ

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৮ এপ্রিল ২০২১:


ভাতার বিধানসভার বিজেপির প্রার্থী মহেন্দ্রনাথ কুমারের সমর্থনে আজ দিলীপ ঘোষের জনসভা ছিল নবাবনগরে। এই জনসভা থেকে তিনি বলেন “বাংলার মানুষ আর হাওয়াই চপ্পল সাদা শাড়ি দিয়ে আর বাংলা চালানো যাবে না এখন বাংলা চালাতে গেলে সাদা দাড়ি দরকার”।

এই জনসভায় হাজারে হাজারে মানুষ হাজির হয়েছিলেন ভাতারের বিভিন্ন প্রান্ত থেকে।

সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, ভাতারের চারটি মন্ডল এর মন্ডল সভাপতি ও প্রার্থী নিজে।

বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোণার জানান,
আজ আমাদের রাজ্যের সভাপতি এসেছিলেন জনসভায় ভাতারের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসেছিলেন এখানে আজ সমস্ত কর্মীর মনোবল বাড়িয়ে গেলেন তিনি।

Related posts

ভাগীরথীর জলে বন্যা পরিস্থিতি দেবনগরে

E Zero Point

হাসপাতালের রোগীদের ফল বিতরণ মেমারিতে

E Zero Point

আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী ধরা পড়ল পুলিশের জালে

E Zero Point

মতামত দিন