05/05/2024 : 8:15 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কৃষি বিলের বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের মিছিল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ২৬ সেপ্টেম্বর ২০২০:


সংসদে সদ্য পাস হওয়া কৃষি বিলের বিরোধিতায় একজোট বিরোধীরা | সারাদেশে এই বিলের বিরোধিতা সোচ্চার হয়েছে বিরোধীরা | প্রতিবাদের ঝড় সুদূর দিল্লি থেকে ছেড়ে পড়েছে বাংলার গ্রামেগঞ্জে |
বিলকে সর্বনাশা আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে মঙ্গলবার থেকে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস | শুধু কৃষি বিল নয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল | আমপান থেকে করোনা মোকাবিলা রাজ্যকে বিজেপি সরকার বঞ্চিত করেছে বলে অভিযোগ |
পশ্চিম বাংলার বিভিন্ন জেলার মত আজ মেমারি ১ নম্বর ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়ে গেল প্রতিবাদ মিছিল |


এদিন মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস জেলার সহ সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতি যে বঞ্চনা করছে, বাংলাকে যেভাবে বঞ্চনার শিকার হতে হচ্ছে তারই বিরুদ্ধে আজ হাজার হাজার সাধারণ মানুষ পথে নেমে প্রতিবাদ সামিল হয়েছে | তৃণমূল কংগ্রেস মেমারি ব্লক যুব সভাপতি জিতেন্দ্র সিং নিত্যানন্দ ব্যানার্জীর সুরে সুর মিলিয়ে বলেন, আজকের প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়েছে দাবানলের মত |
আজকের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা কমিটির বেশকিছু তৃণমূল কংগ্রেসের একধিক নেতৃত্বরা | মেমারি সাতগাছিয়া রোডের গোপ গন্তার থেকে প্রায় হাজার চারেক কর্মী সমর্থকদের নিয়ে মিছিল ছয় কিলোমিটার অতিক্রম করে দিয়া মগরাতে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয় |

Related posts

বিজেপি সমর্থকের হাতে আক্রান্ত জিরো পয়েন্ট-এর সাংবাদিক সহ ও চার টোল কর্মী

E Zero Point

শক্তিগড়ে এমএলএ কাপ

E Zero Point

দেখে নিন মেমারি পৌরসভার ১৬টি ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি ও বুথ সভাপতিদের নামের তালিকা

E Zero Point

মতামত দিন