06/05/2024 : 9:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে কন্টেনারের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৯ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতারের নরজায় আজ সকালে একটি কন্টেনারের সঙ্গে ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষ হয় এ ঘটনায় ট্রাকে থাকা ৪ জন গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে খবর কন্টেনারটি বর্ধমানের দিকে যাচ্ছিল ও ট্রাক্টর টি ভাতারের দিকে আসছিল সেই সময় কন্টেইনারটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ট্রাক্টরটি। ট্রাকে থাকা ৪ জন গুরুতর আহত হন,ভাতার থানার পুলিশ তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যায়।

এই ঘটনার জেরে বর্ধমান কাটোয়া রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় এক ঘন্টা পথ অবরোধ হয়ে যায়। কোন বড় যানবাহন চলাচল করতে পারেনি। কেবলমাত্র ছোট গাড়ি গুলি চলাচল করতে পেরেছিল।এরপর বর্ধমান থেকে একটি ক্রেন এসে ওই কন্টেনারটিকে রাস্তা মধ্যস্থল থেকে সরিয়ে দিলে তবে যান চলাচল স্বাভাবিক হয়। ওই কন্টেনার ও ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে এসেছে ভাতার থানার পুলিশ।

Related posts

সংবাদ মাধ্যমের খবরে বেহাল এস টি কে কে সড়ক পরিদর্শনে এলেন স্বয়ং কালনা মহকুমা শাসক

E Zero Point

বিজেপির রক্তদান শিবির ও সেবা সপ্তাহ পালন

E Zero Point

সিপিআইএম-এর সভা মেমারিতে

E Zero Point

মতামত দিন