08/05/2024 : 6:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতার পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে পাট্টা বিতরণ

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৩০ সেপ্টেম্বর, ২০২০:


ভাতার ব্লক ভূমি দপ্তর ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে ৫১জন দারিদ্র ব্যক্তিদের পাট্টা বিতরণ করা হলো আজ।

করোনাভাইরাস এর জন্য দুটি ভাগে ভাগ করে এই পাট্টা বিতরণ করা হচ্ছে। আজ ২৫ জন ব্যক্তিকে পাট্টা দেয়া হচ্ছে বাকি আগামীকাল দেয়া হবে।

উপস্থিত ছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মদক্ষ মান গোবিন্দ অধিকারী, ভাতার ভূমি দপ্তরের আধিকারিক সৌমেন চ্যাটার্জী।
আজ পাট্টা পেয়ে খুশি ভাতারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মানুষ। বলগোনা অঞ্চলের বাসিন্দা ইদ্রিস মোল্লা জানান, দীর্ঘদিন জমির পাট্টা জন্য বহু জায়গায় ঘুরেছি। আজ সরকারিভাবে সেই পাট্টা দেওয়া হলো প্রশাসনকে অনেক ধন্যবাদ।

Related posts

সিধু-কানহু মূর্তি ভাঙার প্রতিবাদে মেমারি থানায় বিক্ষোভ ও ডেপুটেশন

E Zero Point

আমি কোনও অন্যায় করিনি, বিজেপির চাল, আমাকে ফাঁসানো হয়েছেঃ ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়

E Zero Point

পার্থ চ্যাটার্জীকে বহিস্কার করা হোক দল ও মন্ত্রীসভা থেকেঃ তৃণমূলের অন্দরমহলে দাবী জোরালো

E Zero Point

মতামত দিন