19/05/2024 : 11:31 PM
দুর্গাপুজো সংবাদপূর্বস্থলী

করোনা আবহে জৌলুসহীন কালেখাতলা ও বিশ্বরম্ভার দুর্গোৎসব

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৫ অক্টোবর, ২০২০:


করোনা আবহে এ বছর জৌলুস হীন কালেখাতলা বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। প্রতি বছর পাঁচ লক্ষ টাকা বাজেট রেখে পুজো করা হলেও এ বছর করোনা আবহে পুজোর বাজেট করা হয়েছে অনেকটাই কাটছাট করে। হচ্ছে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান। হবে না মানুষের মধ্যে ভোগ প্রসাদ বিতরণের অনুষ্ঠান। তবে তার বদলে এ বছর পুজো অনেকেই নতুন জামা কাপড় কিনতে পারছেন না, কাজ না থাকার কারণে। তাই সেই সমস্ত পরিবারের দুঃস্থ বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের বস্ত্র বিতরণের ব্যবস্থা কথা ভেবেছে পুজো উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রীর দ্বারা প্রাপ্ত অর্থে অনেকটাই পুজো কমিটির সাহায্য হলো বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।

এর পাশাপাশি বিশ্বরম্ভা দুর্গোৎসব কমিটির পুজো এবছর করোনা আবহের জন্য বাজেট অনেকটাই কম করা হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তারা। বিশ্বরম্ভা এলাকা চাষী ভিত্তিক এলাকা তাই কাজ না থাকায় হিমশিম খেতে হচ্ছে পুজো করতে। সরকারি নিয়ম বিধি মেনেই পুজো হবে ও সরকারি অনুদান পাওয়ায় খুশি পুজো উদ্যোক্তারা।

 

Related posts

পূর্বস্থলীতে শিক্ষার সরঞ্জাম বিলি এসএফআইয়ের

E Zero Point

নবান্ন অভিযান সফল করতে ডিওয়াইএফআই-এর মিছিল

E Zero Point

অনাথ ও বৃদ্ধাশ্রমে শিশু দিবস পালন পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন