24/04/2024 : 11:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

করোনাকালে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বন্ধঃ মেমারি বিধায়িকার কাছে স্মারকলিপি

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ১৪ অক্টোবর ২০২০:


সাত দফা দাবি নিয়ে এদিন পূর্ব বর্ধমান জেলার এসপিডিটিএ সংগঠনের পক্ষ থেকে মেমারি বিধানসভার চুক্তিভিত্তিক শিক্ষকরা মেমারির বিধায়িকা নার্গিস বেগমের কাছে একটি স্মারকলিপি তুলে দেন |
বর্তমানে বিভিন্ন বিদ্যালয় বহু শিক্ষিত বেকার যুবকরা খুব যৎসামান্য সাম্মানিকের বিনিময় শিক্ষকতা করছেন। তাদের এই সাম্মানিক বিদ্যালয় পরিচালন বোর্ড থেকে দেয়া হয় | কিন্তু বর্তমানে করোনার জন্য বিদ্যালয় বন্ধ থাকার কারণে সেই সাম্মানিক আর দেওয়া হচ্ছে না।
তাই বর্তমানে তারা খুবই অসুবিধার মধ্যে দিনযাপন করছেন |


এদিন চুক্তিভিত্তিক শিক্ষকদের পক্ষ থেকে শুভাশিস মন্ডল জানান, বিধায়িকার মাধ্যমে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে তাদের সমস্যার কথা জানাবার জন্য এদিন বিধায়িকার কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হল |
এই সাত দফা দাবির মধ্যে যেমন রয়েছে তাদের স্থায়ীকরণ, তাদের ন্যায্য বেতন , তাদের চাকরির পদ সংরক্ষণ, পুজোর বোনাস, বেতন বৃদ্ধি, স্বাস্থ্য সাথী, ও অবসরকালীন সাম্মানিক এর মত মোট সাত দফা দাবি বিধায়িকার কাছে পেশ করেন |

চুক্তিভিত্তিক এই  শিক্ষকদের এই সাত দফা দাবি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে এবং শিক্ষা দপ্তরের পেশ করবেন বলে আশ্বস্ত করেছেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম।

Related posts

প্রাক্তন বিধায়কা হাত ধরে অ্যাম্বুলেন্স উদ্বোধন

E Zero Point

অবলুপ্তপ্রায় বাদাই গানের আসর

E Zero Point

কালনায় বিশ্বকর্মা পূজো জৌলুসহীনঃ কর্মহীন শ্রমিকের পাশে ইউনিয়ন

E Zero Point

মতামত দিন