05/05/2024 : 3:08 PM
আমার বাংলাকলকাতা

প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে দুঃস্থদের বস্ত্র বিতরণ

জিরো পয়েন্ট নিউজ – রাজকুমার দাস, কলকাতা, ১৫ অক্টোবর, ২০২০:


পুজোর পরিবেশ আকাশে বাতাসে বিচরণ করছে। মা আসছেন। যদিও করোনা র অকরুনা সূচক পরিবেশ বাঙালীর শ্রেষ্ঠ উৎসব কে খানিকটা হলে ও ম্লান করার চেষ্টা করছে! কিন্তু তাতে কি আর দমে যাওয়ার পাত্র বাঙালী! আজ্ঞে না, সেই পরিবেশ অনুকূল না হলে ও যে অনুপমার কিংবা উমার পুজোতে বাঙালী ঠিক সামিল হতে প্রস্তুত।বলা যায় দশ ভুজার মতন নানান হাতে সবদিক সামাল দিয়ে এগিয়ে চলেছে।না হারার পাত্র নয়।তাইতো শহরের দুঃস্থ মানুষের হাতে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে র মাধ্যমে নিজেদের সমাজসেবা র পরিচয় দিলেন”প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন”। বুধবার ১৪ই অক্টোবর ধর্মতলার কাছে খাদ্য ভবনে তারা এই সামাজিক কাজে প্রায় দেড়শো দুঃস্থ দের হাতে পুজোর প্রাক্কালে বস্ত্র তুলে দিলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক শ্রী সুব্রত ঘোষ,সহ সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়,অন্যান্য অতিথির তালিকায় উপস্থিত ছিলেন হীরেন মজুমদার,সমীরণ রায়, রাজেশ খটিক সহ প্রমুখ। সংগঠনের এই সমাজ সেবার মানসিকতা সত্যি অনেক মানুষের কাছে খুশী প্রদান করলো,যা সাধুবাদ যোগ্য।

Related posts

তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে

E Zero Point

আজকের আবহাওয়াঃ রাজ্যে আবার তাপপ্রবাহের পরিস্থিতি ফিরছে

E Zero Point

রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা মেমারিতে

E Zero Point

মতামত দিন