01/05/2024 : 8:39 PM
আমার বাংলাউত্তর বঙ্গ

তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২৬ এপ্রিল ২০২১:


হবিবপুর বিধানসভার বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ২২০ এবং ২২২ নম্বর বুথে তৃণমূল কর্মীদের মারধর ও তাদের বসে থাকা চেয়ার ভাংচুরের অভিযোগ কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে।
দলীয়ভাবে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের।

তৃণমূলের অভিযোগ যে ভোটারদের সাহায্যে তৃণমূল এবং বিজেপির কর্মীরা ত্রিপল টাঙ্গিয়ে রয়েছিল। কিন্তু কেন্দ্র বাহিরের গাড়ি এসে আচমকা শুধুমাত্র তৃণমূল কর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বাধা দিতে গেলে চেয়ার ভাঙচুর এবং তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায়।

এছাড়াও হুমকি দেওয়া হয় কেন্দ্র বাহিনী তরফ থেকে যে এইখানে কোন তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকতে পারবে না। তৃণমূলের আরো অভিযোগ বিজেপির হয়ে তারা এখানে কাজ করছে।

Related posts

বেসরকারি বাস না নামলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

ভাতার কৃষক বাজারে ভিড় ঠেকাতে অভিনব উদ্যোগ

E Zero Point

গুজরাত থেকে ফিরে করোনা আক্রান্ত হলেন মেমারির শোভনা গ্রামে যুবক

E Zero Point

মতামত দিন