02/05/2024 : 3:06 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটে ছোট হুজুরের স্মরণে দোওয়ার মজলিস 

জিরো পয়েন্ট নিউজ – মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলকোট, ১৫ অক্টোবর, ২০২০:


পীর – আউলিয়াদের স্মৃতিভূমি মঙ্গলকোটে বৃহস্পতিবার সারাদিন ব্যাপি চললো দোওয়ার মজলিস। এদিন মঙ্গলকোট  গ্রামের খানকাহ -এ-কাদেরিয়া- রোশাদিয়া শরিফে শতশত  মুরিদদের নিয়ে কুলখানি ও কুরাণ শরিফ খতম করা হয় মৃত  ছোট হুজুরের স্মরণে। এই দোওয়ার মজলিসটি পরিচালনা করেন শাহজাদা সৈয়দ হজরত জৈয়ন আলী আল কাদেরী৷ করোনা স্বাস্থ্যবিধি বজায় রেখে সমগ্র দোওয়ার মজলিস টি চলে বৃহস্পতিবার সারাদিন ব্যাপি। উল্লেখ্য , গত সোমবার  ভোরে পির -এ – তরিকত – সৈয়দ  হজরত  তারশিদ আলী  আল  কাদেরী ( ছোট হুজুর)  কলকাতার রবীন্দ্রনাথ টেগোর হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায়  মারা  যান। মৃতকালে তাঁর বয়স ছিল ৬৪। তিনি রেখে যান তাঁর স্ত্রী, এক ছেলে এবং তিন মেয়ে কে। সোমবার  রাতেই তাঁর দেহ কলকাতা  থেকে  আসে মঙ্গলকোট সদর গ্রামে। মঙ্গলবার  সকালে  জানাযা হয় মঙ্গলকোটের  খানকাহ – এ – কাদেরিয়া – রোশাদিয়া শরিফে। এই আস্তানা শরিফের  প্রতিবছর উরশে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন এলাকা সর্বপরি  বাংলাদেশ থেকে হাজার হাজার  মুরিদ ( ভক্ত) রা এসে থাকেন এই মঙ্গলকোটে৷ এলাকার বিধায়ক  তথা  রাজ্যের  মন্ত্রী  সিদ্দিকুল্লাহ  চৌধুরী  ছোট  হুজুরের  আত্মার শান্তি  কামনা করেছেন ।

Related posts

কোভিড দেহে অঙ্গ চুরি? দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ 

E Zero Point

নাবালিকা ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় মঙ্গলকোটের গৃহশিক্ষক

E Zero Point

কৃষি বিল এর সমর্থনে ভাতারে বিজেপির মিছিল

E Zero Point

মতামত দিন