জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২০ অগাষ্ট ২০২১:
অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ল দুটি লরি এবং গ্রেপ্তার করা হয়েছে লরি দুটির চালককে। ঘটনাটি ঘটেছে ভাতারের মাহাতা গ্রামের কাছে। পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাত্রে খবর আসে দুটি লরি করে বালি পাচার হচ্ছে। মূলত বালির গাড়ি দুটি আসছিল আউসগ্রাম এর ভেদিয়া ঘাট থেকে।
পুলিশ গাড়ি দুটোকে আটক করে এবং চালক দুটিকে গ্রেফতার করে। গ্রেপ্তার হওয়া চালকের নাম পলাশ ঘোষ ও সালাম পন্ডিত তাদের দুজনেরই বাড়ি নদীয়া জেলায়। ওই গাড়ি দুটোরই বৈধ কাগজ ছিলনা এবং ওভারলোডের বালি ছিল। ওভারলোড বালি যাওয়ার ফলে নষ্ট হয়ে যাচ্ছে ভাতারের বিভিন্ন রাস্তা। পুলিশের এই ভূমিকায় খুশি ভাতার এলাকার মানুষজন।