03/05/2024 : 9:13 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গদুর্গাপুজো সংবাদমুর্শিদাবাদ

ছাতিনাকান্দি সার্বজনীন দুর্গাপুজো আরম্বর হীন

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১৯ অক্টোবর, ২০২০:


অতিমারি করোনা ভাইরাসের প্রকোপ এবছর অনেকটাই আর্থিক মন্দা দেখা দিয়েছে বিশ্ববাজারে। দেশের জাতীয় উৎসব তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র কটা দিন দেরি। কেমন হচ্ছে এ বছর কান্দির ঐতিহ্যমন্ডিত দূর্গা পূজার মধ্যে অন্যতম যুবগোষ্ঠী আয়োজিত ছাতনাকান্দে ৬ পল্লী সার্বজনীন দুর্গাপূজা, খোঁজ নিলাম আমরা। বিগত কয়েক বছর ধরে বিশ্ববাংলা শাহরুখ সম্মানে সম্মানিত এই পুজো এবার একেবারে সাদামাটা ভাবে পালন করছে।তারা এ বছর আর উপরের দিকে জোর না দিয়ে স্বাস্থ্যবিধি উপর জোর দিয়েছে বলে জানালেন পুজো উদ্যোক্তারা। রাজ্য সরকারের ৫০হাজার টাকা অনুদান এবং স্থানীয় পৌরসভার ১০ হাজার টাকা অনুদান তাদের বিশেষ কাজে আসবে বলে জানালেন পুজো উদ্যোক্তারা।পুজো উদ্যোক্তারা স্থানীয় পৌরসভা এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

Related posts

রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি সাফাই কর্মীদের

E Zero Point

পূর্বস্থলী কলেজে জাতীয় সেবা প্রকল্পের ক্যাম্প

E Zero Point

ভাতারে ইট বোঝাই ট্রাকের সঙ্গে টোটোর সংঘর্ষে গুরুতর আহত ২

E Zero Point

মতামত দিন