25/04/2024 : 9:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

স্কুলে জল,  অভিযোগ পূর্ত বিভাগের বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, পূর্বস্থলী, ২৬ অগাস্ট ২০২০:


বৃষ্টির জল  ঢুকে স্কুলের ক্লাসরুমে হাটু পর্যন্ত জল। আর এর জন্য অভিযোগের আঙুল উঠেছে পূর্ত সড়ক বিভাগের  দিকে।   ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী থানার কালেখাতলা প্রাথমিক বিদ্যালয়ে।   প্রায়ই বৃষ্টিপাত হচ্ছে,  এতে এই স্কুলের ক্লাসরুমে জল দাঁড়িয়ে গেছে হাটু পর্যন্ত।  এমনকি এই স্কুল চত্বরে বিষাক্ত সাপের চলাফেরা মানুষের নজরে আসছে। এই অবস্থা স্কুল কর্তৃপক্ষ স্থানীয় কালেখাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের নিকট  জল জমার বিহিত চেয়ে লিখিত লিখিত আবেদন করেছেন।

এই স্কুলের সামনে দিয়ে চলে গেছে এস টি কে কে সড়ক।  বিগত কয়েক মাস ধরে এই সড়কের সংস্কারের কাজ চলছে। ফলে ব্যাপক ঘোড়া খোঁড়াখুঁড়ি  চলছে।  স্থানীয় প্রধান রুমা দাস কালেখাতলা প্রাথমিক বিদ্যালয়ে  বৃষ্টির জল জমা ও  স্কুল চত্বরে বিষাক্ত সাপের চলাফেরা করার কথা শিকার করে নেন।  তিনি বলেন এস টি কে কে সড়ক সংস্কারের আগে এই সমস্যা ছিলনা।  সংস্কারের পর থেকেই এই সমস্যা দেখা দিয়েছে। পূর্ত দপ্তর সড়কের পাশ দিয়ে নিকাশি ব্যবস্থা গড়ে না তুললে স্কুলের জল জমার সমস্যা চিরস্থায়ী হয়ে যাবে। এই সমস্যা দূর করতে হলে নিকাশি ব্যবস্থা  গড়ে তুলতেই হবে। পূর্বস্থলী দু’নম্বর ব্লকের বিডিও সৌমিক বাগচী বলেন ওখানকার সমস্যার  ব্যাপারে আমরা ওয়াকিবহাল।   ইতিমধ্যেই ওখানে পূর্ত দপ্তর নিকাশি নালা নির্মাণের কাজ শুরু করেছে। বর্তমানে লকডাউনের কারণে স্কুল বন্ধ আছে। স্কুল খোলার আগেই নিকাশি নালা নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে আশা রাখছি।

Related posts

বিয়ের অনুষ্ঠানে নো মাস্ক, সিমলাগড় কালী মন্দিরে

E Zero Point

মেমারিতে কালবৈশাখীর মৃদু প্রভাব, এখনও ব্যবস্থা না নিলে বিপদ মাথার উপরে

E Zero Point

গলসীর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন মহিলা শ্রমিকের

E Zero Point

মতামত দিন