06/05/2024 : 5:59 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বাদনা পরবের সমাপ্তি অনুষ্ঠান মঙ্গলকোটের উপল গাঁওতা ক্লাবে

বাঁদনা পরব এর সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলকোটের জালপাড়া গ্রামে। পাঁচ দিন ধরে তাদের পরব চলছে ।আজ তাদের পরব এর শেষ দিন ।এই পবনের শেষ অনুষ্ঠান হল লক্ষ্যভেদ। একটি কলা গাছের উপরে কতগুলি চাপাটি কে রেখে সেই কলা গাছটি কে দূর থেকে নিক্ষেপ করে লক্ষ্যভেদ করাই হল এই প্রতিযোগিতা। পাড়ার মরদরা তীর-ধনুক নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং মাদল বাজিয়ে সমগ্র অনুষ্ঠানটি উপভোগ করেন ।

পাড়ার এক মুখীয়া র সাথে কথা বলে জানতে পারা গেল আদিবাসীদের এটা সবথেকে বড় পরব। তারা সারা বছর অপেক্ষা করে থাকেন এই পরবের জন্য। এই পাঁচ দিন ধরে তারা মাদল বাজিয়ে ,মাদলের তালে তালে নাচেন এবং সঙ্গে থাকে নিজেদের তৈরি সূরা। মাদলের তালে তালে সাঁওতাল রমণীদের নাচ মানুষের মন কেড়ে নেয়। আজ চারিদিকে যেখানে ডিজে বাজিয়ে সংস্কৃতির ধ্বংস করা হচ্ছে, সেখানে এই সাঁওতালরা কিন্তু আজও মাদলের তালে তালে নেচে চলেছেন আদিম সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য ।এখানেই সার্থকতা।

Related posts

অবৈধ মাটি কাটার অভিযোগে মেমারিতে গ্রেফতার ৫

E Zero Point

সভানেত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার খবর ভিত্তিহীনঃ মৌসম বেনজির নূর

E Zero Point

বর্ধমানে ১৭২ ও জেলায় ৫৬১ জন করোনা আক্রান্ত

E Zero Point

মতামত দিন