18/09/2023 : 7:15 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে করোনা রুগীদের জন্য বিনামূল্যে ঔষধ পরিষেবা

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ২১ মে ২০২১:


করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। তাই এই বর্তমান পরিস্থিতিতে করোনা যু্দ্ধে সামিল হতে একের পর এক এগিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানের মেমারিতে ও তার আশেপাশের এলাকায় যেভাবে কোভিড সংক্রমণ বেড়ে চলেছে তাতে উদ্বেগ বাড়ছে সকলের।

বর্তমানে এই মহামারী রোগের ঔষধ সেই ভাবে বাজারে পাওয়া যাচ্ছে না। এমত অবস্থায় ত্রাতার ভূমিকায় দেখা গেল মেমারির দধীচি ফাউন্ডেশন কে। রোগীর উপযুক্ত প্রমাণ ও ডাক্তারের প্রেসক্রিপশন দেখালে বিনামূল্যে ঔষধ পরিষেবা দেবে বলে জানান তারা।

Related posts

কর্মতীর্থ-এর দোকান ঘরের উদ্বোধন করল মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

দেবীপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মিছিল

E Zero Point

ভ্রাম্যমান বাসে রক্তদান শিবির কাটোয়ায়

E Zero Point

মতামত দিন