24/04/2024 : 4:58 PM
আমার বাংলাকান্দিদুর্গাপুজো সংবাদমুর্শিদাবাদ

কান্দিতে শেষ মুহূর্তের পুজোর প্রস্তুতি

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১৯ অক্টোবর, ২০২০:


কোভিড সংক্রমণ মধ্যে ৩৯ তম বর্ষে পদার্পণ করল কান্দির ঐতিহ্যমন্ডিত অরবিন্দ স্পোটিং ক্লাবের দুর্গা পূজা। এই করোনা অতিমারি সময় তারা দূর্গা পূজার আয়োজন করছে স্বাস্থ্যবিধি কে মাথায় রেখে, পাশাপাশি তারা বস্ত্র বিতরণ এবং মানসিক ভারসাম্যহীন আবাসন মহলন্দী মানষিক আবাসন ও কান্দি জেমো অলকেন্দু বোধ নিকেতনে নবমীর দিন খাদ্য বিতরণ করার পরিকল্পনা করা হয়েছে। ক্লাবের সম্পাদক তথা কান্দি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পার্থ প্রতিম সরকার জানেন স্বাস্থ্যবিধি কে মেনেই তারা দুর্গাপুজো করবেন এই বছর, প্রতিদিন দুই থেকে তিনবার মন্ডপ স্যানিটাইজেশন করা হবে মাক্স ছাড়া কাউকে মণ্ডপে ঢুকতে দেয়া হবে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে এবছর দেবী দশভুজা ডাকের সাজে সজ্জিত করে কান্দি মানুষ কে উপহার দেওয়ার চিন্তা নিয়েছে।

Related posts

বর্ধমানে বিজেপির কার্যালয়ে পুলিশি হানা, উত্তাল বনমসজিদ এলাকা

E Zero Point

কান্দি থানা ঘেরাও বিজেপির

E Zero Point

বর্ধমান পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ ৮ দুষ্কৃতি

E Zero Point

মতামত দিন