24/04/2024 : 1:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

রক্তদানকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার বার্তা মন্ত্রী স্বপন দেবনাথের

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৯ অক্টোবর, ২০২০:


পূর্বস্থলী ১ ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত মিনাপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, দোগাছিয়া পঞ্চায়েতের প্রধান ইলিজা খাতুন শেখ, স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও বিশিষ্ট জনেরা। মূলত করোনা পরিস্থিতিতে হসপিটাল গুলির ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকট রয়েছে আর সেই ঘাটতি মেটানোর জন্যই এই উদ্যোগ।

রক্তদানকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার বার্তা দিতে বাইবেল, গীতা এবং কোরান পাঠের ব্যবস্থা করা হয় এদিনের এই রক্তদান শিবিরে. উদ্যোক্তাদের দাবি মানুষ মানুষের রক্তের প্রয়োজন হলে কার রক্ত কার শরীরে ঢুকছে আমরা কেউই জানি না. আর তাই হিংসা হানাহানির জাত ধর্ম সব ভুলে সকলকেই রক্তদানে এগিয়ে আসা উচিত, এই বার্তা দিতেই এই ব্যবস্থা। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী নিজেও।

Related posts

রক্তদান শিবির বৃদ্ধি করার লক্ষ্যে সভা বর্ধমানে

E Zero Point

৮ জুনের পর থেকে স্বাভাবিক হচ্ছে কলকাতা হাইকোর্ট

E Zero Point

অকাল বর্ষণে আলু চাষিদের মাথায় হাত মেমারিতে

E Zero Point

মতামত দিন