19/05/2024 : 4:51 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে একই দিনে দুজায়গায় দুঃসাহসী চুরি, একটি খোদ পুলিশের বাড়িতে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৩ অক্টোবর, ২০২০:


গত মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের মহাপ্রভু তলায় দিনে-দুপুরে চুরির ঘটনা । চুরির ঘটনা ঘটেছে খোদ পুলিশ কর্তার বাড়িতে। ভাতারের মহাপ্রভু তলায় বসবাস করেন প্রাক্তন পুলিশকর্মী নিরঞ্জন বিশ্বাস। দুই ছেলে বৌমা কে নিয়ে বসবাস করেন নিরঞ্জন বাবু।

নিরঞ্জন বাবুর স্ত্রী ও বৌমা ডাক্তার দেখাতে গিয়েছিলেন। বাড়িতে কেবল মাত্র নিরঞ্জনবাবু ছিলেন।
সেই সুযোগে দুষ্কৃতীরা দোতালার ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে ৫ ভরি সোনা ও নগদ ১০ হাজার টাকা চুরি করে চম্পট দেয়। দিনে দুপুরে এ ঘটনায় এলাকার লোক স্তম্বিত।

নিরঞ্জন বাবু জানান, আমি আমার জীবনে এরকম ঘটনার কথা শুনেছিলাম আজ স্বচক্ষে দেখলাম আমি ঘরে থাকা সত্বেও। চুরি হয়ে গেল। আমি চাই প্রশাসন এই চুরির কিনারা করে। দুষ্কৃতীদের সাজা দেওয়া হোক।

অন্যদিকে আর একটি চুরির ঘটনা ঘটে মোড়ল পুকুরপাড়ের মধুসূদন কর্মকারের বাড়িতে। পরপর একই দিনে দুটি চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
মধুসূদন কর্মকার জানান কাজের জন্য তিনি ও তার ছেলে বাড়ির বাইরে ছিলেন এবং স্ত্রী দুর্গা পুজোর বাজার করতে যান ভাতার বাজারে সেই সুযোগ নাই দুষ্কৃতীরা বাড়ির সামনের গেটের তালা ভেঙ্গে ঘরের মধ্যে আলমারিতে রাখা ২ ভরি সোনা ও নগদ ২৫০০০ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
পরপর একই দিনে দুটি চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ভাতার থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে।

Related posts

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, বাড়িঘরে আগুন এবং ভাঙচুরঃ চাঞ্চল্য ইংরেজবাজারের চণ্ডীপুর এলাকা

E Zero Point

বয়সের ভারে ক্লান্ত ঘোড়াঃ মালিকের আমানবিক রুপ মেমারিতে

E Zero Point

তৃণমূল নেতৃত্বের আরোগ্য কামনায় বিশেষ পূজা কান্দিতে

E Zero Point

মতামত দিন