19/05/2024 : 8:25 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গদুর্গাপুজো সংবাদপূর্ব বর্ধমান

মাস্ক পরিয়ে কুমারী পুজো

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২৫ অক্টোবর, ২০২০:


বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজা। সারাবছর মানুষ উৎসুক হয়ে থাকে প্রতি বছরে এই চারটে দিনের জন্য, কিন্তু এই বছর দূর্গা পূজাতে তেমন আর জৌলুস আর দেখা যাচ্ছে না, করোনা ভাইরাস নামক মহামারী জনজীবন একেবারে অতীষ্ঠ করে তুলেছে, পুজোতে নেই কোনো আনন্দ। দাঁইহাটের কাসারী বাড়ির পূজো ৮৫ বছরের পুরোনো। ৮৫ বছর ধরে কুমারী পূজো হয়ে চলেছে কিন্তু এই বছর প্রথম দেখাগেলো কাসারী বাড়ির দূর্গা পূজাতে যে কুমারী পূজোতে কুমারী কে মাস্ক পরিয়ে কুমারী পূজো করা হচ্ছে। করোনা ভাইরাস মানুষের জীবিনের রীতিনীতি পাল্টে দিয়েছে, পূজো সামাজিক দূরত্ব মেনেই করা হচ্ছে। বাইরের দর্শনার্থীকে মণ্ডপের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা।

Related posts

“পথশ্রী” প্রকল্পের সূচনা বড়শুলে

E Zero Point

উত্তরবঙ্গে পাট চাষীদের মধ্যে নতুন উদ্যম

E Zero Point

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হল ভাতারে

E Zero Point

মতামত দিন