01/05/2024 : 8:32 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

৬০০ টাকায় আধার কার্ড মঙ্গলকোটে, গ্রেফতার ৬

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ২৭ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশগ্রামে ৬০০ টাকা দিলেই আপনি পেয়ে যাবেন আধার কার্ড এই দুর্গাপুজো মরশুমে রমরমিয়ে সেরকমই ব্যবসা করছিলেন একটি অবৈধ আধার কার্ড তৈরি করার গ্যাং।

মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিথুন ঘোষ গোপন সূত্রে খবর পান ৫০০ থেকে ৬০০ টাকা দিলেই মঙ্গলকোটের পালিশগ্রামে তৈরি হচ্ছে নতুন আধার কার্ড। কিন্তু সরকারিভাবে বর্তমানে আধার কার্ড তৈরি বন্ধ রয়েছে। তাই তিনি তড়িঘড়ি মঙ্গলকোটের পালিশগ্রামে হানা দেয় বিশাল পুলিশবাহিনী নিয়ে।


সেখান থেকে একটি ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার আটক করেছে মঙ্গলকোট থানার পুলিশ । পাশাপাশি ৬ জন পান্ডা কে গ্রেফতার করেছে।
গ্রেপ্তার হওয়া 6 ব্যক্তির নাম  মোরসেলিম শেখ (১৮) কৈতন, নুর আলম শেখ(১৮) কৈতন, রবিউল আলম শেখ বয়স(২৯) নিমতা,  তাহের সেখ (২৫) পালিশগ্রাম,  শামীম সেখ(২২) ধরমপুর, দেবজ্যোতি মল্লিক(২৯) বর্ধমান।

গতকাল প্রত্যেককে বিচার বিভাগের জন্য পাঠানো হয়েছে কাটোয়া আদালতে।

স্থানীয় মানুষের অভিযোগ মঙ্গলকোটের পালিশগ্রামের ইজাজুল শেখ এর বাড়িতে ৫০০ থেকে ৬০০ টাকা দিলেই যেকোনো মানুষের আধার কার্ড পাচ্ছিল। পুলিশ ওই অবৈধ চক্রটিকে ধরেছে তাই মঙ্গলকোট থানা পুলিশকে ধন্যবাদ।

Related posts

বর্ধমানে যুব কাপ ২০২০

E Zero Point

চুঁচুড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে সেবা সপ্তাহ পালনকরল বিজেপি

E Zero Point

বিজেপির ‘বাড়ি বাড়ি মুষ্টি’ কর্মসূচী মেমারিতে

E Zero Point

মতামত দিন