04/12/2023 : 6:43 PM
আমার বাংলা

T -20 ডিউজ ক্রিকেট লিগ প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ, গুসকরা, ২৪ ডিসেম্বর ২০২২:


স্বর্গীয় নিমাই চন্দ্র দাস ও স্বর্গীয় শিবদাস গুপ্ত স্মৃতি আন্তঃজেলা T -20 ডিউজ ক্রিকেট লিগ প্রতিযোগিতার পঞ্চম বর্ষের চতুর্থ খেলাটি মুখোমুখি হয় রামপুর শুটিং স্টার্স ও বেহালা শুরশুনা বয়েজ এন্ড গার্লস , টসে জিতে রামপুর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং বেহালা প্রথম ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১১২ রান করে ,জবাবে রামপুর ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ।


ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রামপুরের অখিলেশ যাদব ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৪ টি উইকেট নেন ।
ম্যাচ টি পরিচালনা করেন
সুব্রত কুন্ডু ও সুনীত কুন্ডু বলে জানান সম্পাদক সৌগত গুপ্ত।

Related posts

খুঁটি পুজোয় মেমারির বিধায়ক

E Zero Point

বর্ধমানে বিজেপির কার্যালয়ে পুলিশি হানা, উত্তাল বনমসজিদ এলাকা

E Zero Point

সুতিতে এস ডি পি আই- এর পথসভা

E Zero Point

মতামত দিন