07/10/2024 : 7:23 PM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

তিন জন দুস্থ গরীব মানুষ পদপিষ্ট হয়ে মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২৪ ডিসেম্বর ২০২২:


কেন্দ্র সরকারের পেট্রোল ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ ও ১০০ দিনের কাজের দাবিতে সহ
গত ১৫ ডিসেম্বর পশ্চিম বর্ধমানের আসানসোলের বিজেপির এক কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা তথা রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দুস্ত মানুষদের কম্বল বিতরণ করার সময় এই অনুষ্ঠানে আসা তিন জন দুস্ত গরীব মানুষ পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়ার অভিযোগ করে তার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়ে মন্তেশ্বরের মামুদপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ ও মামুদপুর এক নম্বর অঞ্চলের প্রধান পারভিন মন্ডলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো।

মামুদপুর ১ নম্বর অঞ্চলের বলিয়ার পুর থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে রাইগ্রাম হাট তলায় এসে শেষ হয়।
রাইগ্রাম হাটতলা মিছিল শেষে একটি প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এই সভা এবং মিছিলে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, মামুদপুর এক নম্বর অঞ্চলের প্রধান পারভিন মন্ডল, ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি হিল্লোল বন্ধু, মন্তেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রাকিবুল শাহ, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল, জামনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লালন শেখ সহ আরো অনেকে।
প্রতিবাদ সভা থেকে বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখার সময় বিজেপির সমালোচনা করেন, পাশাপাশি রাজ্যে সরকারের উন্নয়নমূলক কথা তুলে ধরেন।

Related posts

গরীবের ডাক্তার “নৈহাটির বিধান রায়” প্রয়াত

E Zero Point

কালনায় মাঠে কাজ করার সময় বাজে মৃত্যু

E Zero Point

পান্ডুয়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন

E Zero Point

মতামত দিন