04/05/2024 : 7:26 AM
আমার বাংলা

ভোরের আলো স্বেচ্ছাসেবী সংস্থার এক মানবিক উদ্যোগ

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত দে, ১০ নভেম্বর ২০২০:


সমগ্র লক ডাউন ও আমফ্যান পরবর্তী পরিস্থিতি তে তারা বিভিন্ন সময় নানা সামাজিক কর্মকান্ডের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছে।এইবারও তার ব্যাতিক্রম হয়নি।ছুটে গেছে শম্ভু বাবুর বাড়ী তে ,শম্ভু প্রসাদ দাস মহিপালপুরের কাছে ভালকি গ্রামে থাকেন। ইনি পেশায় একজন তেলেভাজা বিক্রেতা। লকডাউন এ আর ৫টা পরিবারের মতই এনার ও আর্থিক সংকট চলছে, এর মধ্যেই এনার কোমর ভেঙে যায় এবং স্পীনাল কর্ড এ চোট লাগে।
ওনার একটা tynor long bress belt এর প্রয়োজন ছিল, ওনার ই এক প্রতিবেশী ভাইপো ভোরের আলো সেচ্ছা সেবী সংস্থার সাথে যোগাযোগ করেন। তারা সেটি ওনার হতে তুলে দেয়। এখন এনার রোজগার পুরোপুরি বন্ধ। ভবিষ্যতে তার পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে ভোরের আলোর সংস্থার সদস্য সুজয় বিশ্বাস।

Related posts

করোনা আবহে মেমারির সবজি বাজার স্থানান্তরের পরিকল্পনা

E Zero Point

দমদমে পথিকৃৎের পাঠশালায় ‘দাদা’ ভক্তরা

E Zero Point

প্রীতি ফুটবল ম্যাচে মোহামেডান ও মোহনবাগান ফ্যান ক্লাব একে অপরের মুখোমুখি মন্তেশ্বরে

E Zero Point

মতামত দিন