07/05/2024 : 12:10 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারের কালুত্তক গ্রামে ঔরস উপলক্ষে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১ ডিসেম্বর, ২০২০:

পূর্ব বর্ধমান জেলার ভাতার কালুত্তক গ্রামের পীর মহবুব আলম চিশতীর ঔরস উপলক্ষে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। প্রায় ৫০ জন পুরুষ ও মহিলা এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। এই রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের হাতে।
পাশাপাশি গজল ,কুইজ এবং কুরআন পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সন্ধ্যায়। আজ রাত্রের দিকে মিলাদ মেহেফিল করে থাকেন ঔরস কমিটির সদস্যরা।

পীর খায়রুল আলম চিশতী জানান আমরা যেমন প্রতিবছর ঔরস অনুষ্ঠান করে থাকি । তার পাশাপাশি রক্তদান শিবির করে থাকি । রক্তদান একটি মহৎ কাজ প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা রক্তদান শিবির করলাম।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, নিত্যানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি সামন্ত, এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তি জন।

Related posts

বন্ধ হয়ে গেল শ্রীবাস চা বাগান

E Zero Point

মেমারিতে সাড়ম্বরে নেতাজী জয়ন্তী পালন

E Zero Point

ক্লাসই হলো না, ৫ মাসেই নবনির্মিত ক্লাসঘরে ফাটল পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন