05/05/2024 : 7:44 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

“দুয়ারে সরকার” প্রকল্প পরিদর্শনে কাটোয়ার এস.ডি.ও প্রশান্ত রাজ শুক্লা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৭ ডিসেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট এর ঝিলু এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মঙ্গলকোটে কে, এম হাই হাইস্কুলে দুয়ারে সরকার প্রকল্পের কাজ হচ্ছে। উপস্থিত ছিলেন কাটোয়া এস,ডি,ও প্রশান্ত রাজ শুক্লা, মঙ্গলকোট ব্লক আধিকারিক জগদীশচন্দ্র পাল মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক, কৃষি কর্মদক্ষ বুদ্ধদেব ভারুই, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার,ছিল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বাধীন শেক, পঞ্চায়েতের সমস্ত আধিকারিকরা।

পঞ্চায়েতের প্রধান স্বাধীন সেখ জানান, আজ আমাদের ক্যাম্পে পরিদর্শনে এসেছেন এস,ডি,ও প্রশান্ত রাজ শুক্লা। খুব সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদের ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে মানুষ খুশি।

স্থানীয় বাসিন্দা শিবু রাই জানান, আজ দুয়ারে সরকার প্রকল্পে আমরা এসেছি মঙ্গলকোট এ কে এম হাই স্কুল। একই দিনে নানান প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ায় ধন্যবাদ বর্তমান সরকারকে।

 

Related posts

গ্যাস বন্ধ করার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর

E Zero Point

আদিবাসী সংস্কৃতির ধারাকে বহন করতে আদিবাসী মেলা জামালপুরে

E Zero Point

ভ্রাম্যমান বাসে রক্তদান শিবির কাটোয়ায়

E Zero Point

মতামত দিন