29/03/2024 : 8:40 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পারলৌকিক কাজের স্থান উদ্বোধন কালনায়

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১১ ডিসেম্বর, ২০২০:


হিন্দুশাস্ত্রানুযায়ী পিতৃপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে মাতৃ এবং পৃতি বিয়োগ বা কোনো নিকট আত্মীয় পরলোক গমন করলে ক্ষৌরকর্মের জন্য বা পিন্ড দানের জন্য কোন বন্দোবস্ত ছিলোনা,গঙ্গার ঘাটে কোনো এক জায়গায় পিন্ড দান এবং ক্ষৌরকর্ম করতে হতো, অনেক অসুবিধার সামনে পড়তে হতো মানুষকে নানা কথা শুনতে হতো এলাকার মানুষের কাছে, ঘাটের বন্দোবস্ত ছিল না, এই পরিস্থিতির সম্মুখে যাতে আর না হতে হয় তার জন্য কালনার পৌরসভারপৌরপ্রশাসক দেবপ্রসাদ বাগের উদ্যোগে স্থায়ী পারলৌকিক কাজের স্থান তৈরি করে দেন, এবং মহিলাদের গঙ্গা স্নান করার পর ড্রেসচেঞ্জ করতে গেলে অনেক অসুবিধার সামনে পড়তে হতো, তাই পৌরপ্রসাক দেববপ্রসাদ বাগ তিনি তার নিজের উদ্দ্যোগে একটা মহিলাদের ড্রেস চেঞ্জকরার ঘর করেদেন। পৌরপ্রসাসক দেবপ্রসাদ বাগ পরোলোকিক স্থান উদ্বোধন করালেন পরমানিক দিয়ে, এটা একটা কালনা শহরের বুকে অভিনব ঘটনার সাক্ষী হয়ে রইলো।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা রত্ন তাপস কুমার কার্ফা, তৃণমূল নেতা মদন পোদ্দার, গোড়া পাঠক, ও অনান্য বিশিষ্ট জনেরা

Related posts

বৌমাকে ধর্ষণের চেষ্টাঃ যৌনাঙ্গ কাটা পড়লো শশুরের

E Zero Point

ধর্মরাজের গাজন উৎসব মন্তেশ্বরে

E Zero Point

আদিবাসী শিল্পী চাঁদ মনি হেমরমের পাশে বিধায়ক ও বামপন্থী সংগঠনের প্রতিনিধিরা

E Zero Point

মতামত দিন