03/05/2024 : 10:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সুজিতের পাঠশালায় নববর্ষ উদযাপন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১ জানুয়ারি ২০২১:


আজ কোলসরা গ্রামে চল্লিশটি পরিবারে হাতে চাদর ও কেক উপহার তুলে দিল মেমারি শহরের স্বেচ্ছাসেবী সংস্থা পরশপাথর। সুজিত দলুই নামে একটি ছেলে ঐ গ্রামে বিনা পারিশ্রমিকে পড়ায়। যা সুজিতের পাঠশালা নামে পরিচিত।

ঐ পাঠশালায় গত ২০শে জুন ২০২০ শিক্ষাসামগ্রী প্রদানের মাধ্যমেই পরশপাথরের যাত্রা শুরু হয়েছিল। সুজিতের পাঠশালার ২৫ জন খুদে পড়ুয়ার হাতে কেক লজেন্স ও বিস্কুট দেওয়া হয়েছে।

কোলসরাগ্রামেরই একটি বাড়িতে এক মহিলা তাঁর একমাত্র কন্যা সন্তানকে নিয়ে থাকেন। স্বামী সদ্য গত হওয়ায় খুবই অসুবিধার মধ্যে পড়েছেন। তাই ঐ পরিবারে এক মাস চলার মত রেশন সামগ্রী প্রদান করলো পরশপাথর।

 

Related posts

বামপন্থী ছাত্র যুবদের উদ্যোগে পাঁচপোতা বাজারে স্যানিটাইজাইশন ও সাধারণ স্বাস্থ্যবিধি পরীক্ষা

E Zero Point

শুভেন্দু চোর, মুকুল চোর, যত চোর ছিল আমাদের সব চোরগুলো পালিয়ে গেছেঃ তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

E Zero Point

হাসপাতাল থেকে ছুটি পেলেন মুখ্যমন্ত্রী

E Zero Point

মতামত দিন