05/05/2024 : 7:34 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরে আদিবাসী সমাজের অস্থি বিসর্জন ও পুণ্যস্নান

জিরো পয়েন্ট নিউজ – আহাম্মদ মির্জা, জামালপুর, ১৬ জানুয়ারি ২০২১:


শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদরের তীরে তেলকুপি গাইয়া ঘাট সারি ধরম সমাবেশ হলো । আদিবাসী সমাজের মানুষেরা আজ এখানে মহাসমারোহে অস্থি বিসর্জন ও পুণ্যস্নান সারেন।রাজ্যের বিভিন্ন জায়গা এমনকি রাজ্যের বাইরে থেকেও অনেক মানুষ আসেন এখানে পুণ্য অর্জন করতে।সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। আজ এখানে এসে পুণ্যস্নান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ সারেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধীপতি দেবু টুডু।


এই উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু,বিডিও শুভঙ্কর মজুমদার,জামালপুরে থানার অফিসার ইন চার্জ অরুন কুমার সোম,জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান,সহ সভাপতি দেবু হেমব্রম,পূর্ত কর্মাধক্ষ্য ভুতনাথ মালিক,মৎস্য ও প্রাণী কর্মাধক্ষ্য সুনীল ধারা, খাদ্য কর্মাধক্ষ্য শ্রীমন্ত সাঁতরা সহ বিভিন্ন গুণীজন।ছিলেন আদিবাসী সমাজের পক্ষ থেকে তারক টুডু,রবিন মানডি,শ্যমচাঁদ হেমব্রম,ছিলেন মাজিবাবারা।যদিও এবারে কোভিডের কারণে ভিড় যথেষ্ট কম ছিল।

Related posts

মাস্ক ছাড়া রাস্তায়, ধৃত ১৫

E Zero Point

বিনা খরচে করোনা আক্রান্তের জন্য অক্সিজেন পার্লার পূর্ব বর্ধমানে

E Zero Point

ড. শ্যামাপ্রসাদ মুখার্জি চর্চা কেন্দ্রের শিক্ষক দিবস উদযাপন মেমারিতে

E Zero Point

মতামত দিন