29/03/2024 : 2:34 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

মালদা জেলার ৮ টি কেন্দ্রে করোনা ভ্যাকসিন

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১৬ জানুয়ারি ২০২১:


প্রথম ধাপে মালদা জেলার ৮ টি কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। শনিবার প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া হল জেলার ৮ টি কেন্দ্র থেকে। মোট ৮০০ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়া হবে, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, কালিয়াচক-৩ নম্বর ব্লকের বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল, কালিয়াচক-১ নম্বর ব্লকের সিলামপুর গ্রামীণ হাসপাতাল, মানিকচক গ্রামীণ হাসপাতাল,রতুয়া গ্রামীণ হাসপাতাল, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল, চাঁচল মহাকুমা হাসপাতাল ও বামোনগোলা ব্লকের মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল।

প্রতিটি কেন্দ্রে ১০০ জন করে স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। শনিবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছয় তলায় পর্যবেক্ষণ কক্ষে টিকাকরণ কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজষি মিত্র, মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল ব্যানার্জি, মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।

এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল ব্যানার্জি জানান, আজ মোট ১০০ জনকে এই টিকা দেওয়া হয়। এখনো পর্যন্ত প্রায় তিন হাজার টিকাকরণের নামের তালিকা তৈরি করা হয়েছে।
অন্যদিকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম করোনা ভ্যাকসিন নেওয়ার পর নার্স কৃষ্ণা মন্ডল জানান খুব ভালো লাগছে।

Related posts

মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় জেলার মধ্যে প্রথম সাদিয়া বানু

E Zero Point

স্কুলের দায়িত্ব দেওয়ার অপেক্ষায় রঞ্জন বাবু

E Zero Point

ওয়ার্ডের সমস্যা ও সমাধান সংক্রান্ত আলোচনা

E Zero Point

মতামত দিন