02/05/2024 : 11:41 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

শববাহী বাহন পরিষেবা মেমারি পৌরসভার

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৭ জানুয়ারি ২০২১:


দীর্ঘদিন ধরে মেমারি পৌরসভা মেমারিবাসীকে বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা প্রদান করে আসছে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে সুজ্জ্বিত ল্যাম্পপোষ্ট, শীতল পানীয় জল প্রভৃতি মেমারি পৌরশহর ধীরে ধীরে পরিচ্ছন্নতা ও সুন্দর শহরের প্রতীক হিসাবে গড়ে উঠছে।

এবার মেমারি পৌরসভার উদ্যোগে শুরু হলো শববাহী বাহন পরিষেবা। শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক মানের শববাহী বাহন খুবই অল্প শুল্কে মেমারি পৌরসভার পক্ষ থেকে ভাড়া দেওয়া হবে বলে জানান মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী।

১২ জানুয়ারি বিবেক উৎসবের মঞ্চ থেকে শববাহী বাহনটি উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের স্বামী হৃষিকেশানন্দ মহারাজ, মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চট্টোপাধ্যায়, সহ সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার,  ডাঃ চিরঞ্জীব ঘোষ, শামসুল হক মির্জা প্রমুখ ব্যক্তিবর্গ।

Related posts

রাস্তা বেহাল তো বেহালই, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও গলসীর স্থানীয় প্রশাসন নির্বিকার

E Zero Point

বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণঃ ৪ জঙ্গির ৭ বছরের সশ্রম কারাদণ্ড

E Zero Point

কোনো মিথ্যা তথ্য নয় গত পাঁচ বছরের উন্নয়ণের রিপোর্ট কার্ডঃ বিধায়ক অভেদানন্দ থাণ্ডার

E Zero Point

মতামত দিন