08/05/2024 : 9:31 PM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

বিজেপির সাংগঠনিক সভা উঁচুলপুকুড়িতে

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ১৯ জানুয়ারি ২০২১:


আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই শুরু হচ্ছে, এ রাজ্যে ২১ সালের বিধানসভা নির্বাচন l আর এই নির্বাচনে জিতবার জন্যে, সমস্ত রাজনৈতিক দল, নিজেদের শাখা সংগঠন কে আরো মজবুত করার জন্য প্রুস্তুতি নিচ্ছে,উদ্দেশ্য একটাই, যে কোনো প্রকারে বিধানসভা নির্বাচনে জয়লাভ করা l

সেই মোতাবেক আজ মেখেলিগঞ্জ ব্লকের উঁচুলপুকুড়ি অঞ্চলের ভারতীয় জনতা পার্টির শাখা ও সংগঠন কে আরো মজবুত করার জন্য একটি মেখেলিগঞ্জ উত্তর সদর মণ্ডল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, একটি সাংগঠনিক সভার আয়োজন করা হলো l এই সভায় দলের ও শাখা সংগঠন এর বেপারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা যায় l


এদিনের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন l মেখলিগঞ্জ উত্তর মন্ডল কমিটির সভাপতি বিশ্বনাথ শীল, সহ-সভাপতি জগদীশ চন্দ্র রায়, সম্পাদক চিন্ময় সরকার ও কমল চন্দ্র বর্মন এবং উচলপুকুরী অঞ্চলের মন্ডল পদাধিকারী,মন্ডল সদস্য, শক্তিকেন্দ্র প্রমুখ ও বুথ সভাপতিরা। এদিনের এই সাংগঠনিক সভা প্রসঙ্গে, মেখেলিগঞ্জ উত্তর সদর মণ্ডলের সভাপতি বিশ্বনাথ সিল জানান, ২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কে হারানোর প্রুস্তুতি চলছে l তৃণমূল দলটার মধ্যে, দুর্নীতি, আর স্বজনপোষনে ভরা l আগামী বিধানসভা নির্বাচনে, তৃণমূল যে হারবে তা নিশ্চিত l বর্তমান সময়ে তাঁদের উদ্দেশ্য শুধু একটাই নিজেদের সংগঠন কে আড়ি মজবুত করা, তাই এদিনের এই সাংগঠনিক সভার আয়োজন করা হয় বলে জানান তিনি l

Related posts

করোনা সংক্রমনের হার বাড়ছেঃ আজ মেমারিতে ১৪, জেলায় ৯৯

E Zero Point

পূর্ব বর্ধমানে করোনা ও আমফান মোকাবিলায় প্রশাসনিক বৈঠক

E Zero Point

জলে ডুবে মৃত্যু হল দুই শিশুকন্যার

E Zero Point

মতামত দিন