04/05/2024 : 11:50 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

বিজেপি নেতা রাহুল সিনহার জনসভা আজিমগঙ্গে

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২২ জানুয়ারি ২০২১:


বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির এসটি মোর্চার ( দক্ষিণ মুর্শিদাবাদ জেলার ) ডাকে আজীমগঞ্জ এর কুসুমখোলা গ্রামে এক জনসভা অনুষ্ঠিত হলো।এই জনসভায় উপস্থিত ছিলেন মধ্যমনি হিসেবে বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি রাহুল সিনহা , রাজ্যের বিজেপির এসটি মোর্চার সভাপতি খগেন মুর্মু , বিজেপির রাজ্য মহিলা নেত্রী মাহফুজা খাতুন , মুর্শিদাবাদ দক্ষিণ জেলার সভাপতি গৌরী শঙ্কর ঘোষ সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব । মঞ্চ থেকে রাহুল সিনহা নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে আমি জানিনা তিনি ডাইনি না পেত্নী বলে কটাক্ষ করেন। তিনি বলেন আমরা ছোটবেলায় জানতাম রাম নাম শুনে ভুত , পেত্নী , ডাইনি রা ভয় পেতো কিনতু এখন দেখছি মানুষ ও ভয় পাচ্ছে । আজ ওনার কাছে রাম নাম হলো গালি । বলেন দুর্গাপূজার সময় মহরম ও দুর্গা পূজো একসঙ্গে পড়েছিল । মহরমের শোভাযাত্রাকে রাস্তা করে দিয়েছিল , তখন মা দুর্গা যাওয়ার সময় অভিশাপ দিয়েছিলো তৃণমূল সরকার ধ্বংস হয়ে যাবে আর এখন তাই তৃণমূল কংগ্রেস দল ধ্বংসের পথে । তিনি মুসলিম দের দৃষ্টি আকর্ষণ করে বলেন বিগত এক বছর থেকে আপনারা কোথাও আর নামাজ পড়া বোরখা পরা ছবি দেখতে পাচ্ছেন । তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী লিপির উত্তম মেয়েদের পাশে দাঁড়াচ্ছেন কিন্তু আবার অন্যদিকে দুষ্টু ছেলে বলে ছাড় দিচ্ছেন । পুর ধর্ষণে কুড়ি হাজার আর অর্ধেক ধর্ষণে দশ হাজার টাকা দিয়ে নিপীড়িত মানুষের পাশে দাঁড়াচ্ছে। তৃণমূলের সমস্ত ভাইয়েরা চালের টাকা , ডালের টাকা , পায়খানার টাকা খেয়ে অভ্যস্ত। কংগ্রেস কে বলেন কংগ্রেস দলের আর কোনো অস্তিত্ব নেই , কংগ্রেস দল শেষ নিশ্বাস ত্যাগ করছে । এই বিধানসভা ভোটে কাস্তে হাতুড় আর কাটা হাত একসঙ্গেই বিদেয় নেবে । তৃণমূল কংগ্রেস দল কে প্রাইভেট লিমিটেড হিসেবে আখ্যা দেন । রাজ্যের মহিলা সভানেত্রী মাহফুজা মঞ্চ থেকে রাহুল সিনহা নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে আমি জানিনা তিনি ডাইনি না পেত্নী বলে কটাক্ষ করেন। তিনি বলেন আমরা ছোটবেলায় জানতাম রাম নাম শুনে ভুত , পেত্নী , ডাইনি রা ভয় পেতো কিনতু এখন দেখছি মানুষ ও ভয় পাচ্ছে । আজ ওনার কাছে রাম নাম হলো গালি কথা বলছেন । খগেন মুর্মু।

Related posts

মন্ত্রীকন্যা অঙ্কিতার পর, একই স্কুলে আর এক ভুয়ো শিক্ষিকা!!!

E Zero Point

স্বর্ণকারের মৃত্যুতে শোকস্তব্ধ মেমারি

E Zero Point

বর্ধমানের বৈকুণ্ঠপুরে পাড়ায় সমাধান

E Zero Point

মতামত দিন