19/04/2024 : 10:58 AM
আমার বাংলাকলকাতা

ইচ্ছা থাকলেই উপায় হয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২৩ সেপ্টেম্বর, ২০২০:


আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জোড়া প্রকল্পের শিলান্যাস করলেন। চর্মনগরীর ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সাসনেইনেবল ডেভেলপমেন্ট প্রোজেক্ট এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত বছর দিঘায় যে বিজনেস কনক্লেভ হয়েছিল সেখানে সাক্ষরিত হওয়া এমওইউ-এর বাস্তবায়ন শুরু হয়ে গেল। তিনি আরও বলেন ইচ্ছা থাকলেই যে উপায় হয়, এটাই তার প্রমাণ।
ভার্চুয়াল সভায় এদিন উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, জার্মানির উপ-রাষ্ট্রদূত স্টিফেন গাঁরভর ও ইতালির ডি লুকা। করোনার সময়েও দ্রুতগতিতে কাজ সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন, ”এটা দেখে অন্যদের শিক্ষা নেওয়া উচিত। কোভিড পরিস্থিতিতে বন্ধ না রেখে তাঁরা কাজ চালিয়ে গিয়েছেন।”

Related posts

সমবায় থেকে খেলে উগলে ফেলতে হবেঃ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

E Zero Point

মৃতদেহ দাহ করে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত ২, আহত ২৩ জন

E Zero Point

তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক বাপন মালিকের অকাল প্রয়াণ

E Zero Point

মতামত দিন