04/05/2024 : 9:10 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবস পালন করল মালদা জেলা প্রশাসন।

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২৬ জানুয়ারি ২০২১:


মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।জাতীয় পতাকা উত্তোলন করেন
জেলাশাসক রাজর্ষি মিত্র। অনুষ্ঠান মঞ্চে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার অলক রাজোরিয়া সহ অন্যান্য আধিকারিকরা।
এরপর শুরু হয় কুচকাওয়াজ। জেলাশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজের অভিনন্দন গ্রহণ করেন।পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, এনসিসি, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন সংস্থার সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে সেখানে।এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলোর মাধ্যমে মানুষকে সচেতন করা হয়।
করোনা পরিস্থিতির জন্য গত বছরের তুলনায় ছোট করে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস।

Related posts

ক্লাসই হলো না, ৫ মাসেই নবনির্মিত ক্লাসঘরে ফাটল পূর্ব বর্ধমানে

E Zero Point

বন্যার জলে ভাসল গলসীর দাদপুর গ্রাম -শতাধিক দুর্গতদের খাবারের ব্যবস্হা

E Zero Point

“দিদিকে বলো”তে অভিযোগের ভিত্তিতে সমাধান বড়শুলে

E Zero Point

মতামত দিন