25/04/2024 : 1:34 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

শীতকালে চুপির পাখিরালয়ে পরিযায়ী পাখি দেখতে আগাম প্রস্তুতি

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৯ অগাষ্ট ২০২১: 


শীতকাল এলেই পূর্বস্থলীর চুপির পাখিরালয়ে পর্যটকদের আনাগোনা বাড়ে। ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে চুপিতে তৈরি হয়েছে মানুষজন থাকার জন্য গেস্ট হাউস। কিন্তু ভরা মৌরসুমো সেই গেস্টহাউসের বুকিং পাওয়া অসাধ্য হয়ে ওঠে, আর সেই সমস্ত অতিথিদের কথা মাথায় রেখে ৬৫ লাখ টাকা ব্যয়ে নতুন করে ছ‍াড়ি গঙ্গা নদী তীরবর্তী এলাকায় তৈরি হচ্ছে পর্যটকদের জন্য আবাসন।

শীতকালীন মনোরম পরিবেশে ঘর থেকে পরিযায়ী পাখি যাতে পর্যটকরা দেখতে পান, ঠিক সেই ব্যবস্থা করার জন্যই নদীতীরবর্তী এলাকায় গড়ে উঠছে পর্যটকদের জন্য আবাসন। ইতিমধ্যেই শুরু হয়েছে কাজও।

এদিন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, প্রতি বছরই বহু মানুষ আসে চুপির পাখিরালয়ে পরিযায়ী পাখি দেখতে। কয়েকটি গেস্টহাউস থাকল সেই গুলির সংখ্যা খুবই সীমিত। যাতে মানুষ এসে প্রকৃতিক পরিবেশে মনোরম পাখির দেখতে পান। সেই কারণে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই আবাসন তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে যার কাজও শুরু হয়ে গেছে।

Related posts

কাঠিয়াবাবা নিম্বার্ক আশ্রমের কম্বল বিতরণ মেমারিতে

E Zero Point

অনলাইনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা

E Zero Point

পূর্বস্থলীতে বিজেপির যুব মোর্চার মিছিল

E Zero Point

মতামত দিন