স্টাফ রিপোর্টার, পান্ডুয়াঃ আজ ২২ শে জুন, পান্ডুয়া ব্লকের অন্তর্গত ইটাচুনা চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে লাদাখে নিহত সেনা জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মরণসভার আয়োজন করা হয়। বিকেল ছয় ঘটিকায় পান্ডুয়া স্টেশনের ইন্দিরা গান্ধী মূর্তির পাদদেশে হইতে শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় মোমবাতি হাতে মৌন মিছিল শুরু হয়। মিছিল পান্ডুয়া বালিহাটা মোড় থেকে প্রদক্ষিণ করে পুনরায় পান্ডুয়া স্টেশন চত্বরে এসে শেষ হয়। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দিলীপ যাদব মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মদক্ষ সঞ্জয় দাস । পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা মহাশয়া, পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জী, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ সঞ্জীব ঘোষ, ইটাচুনা চক্রের সম্পাদক সোমনাথ সাঁতরা, চক্রের সভাপতি তিমির বরণ মুখার্জি এবং চক্রের প্রায় ১৫০ জন শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
পূর্ববর্তী পোস্ট