30/04/2024 : 11:38 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনা পৌরসভায় জীবাণুমুক্ত কর্মসূচি

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৭ সেপ্টেম্বর ২০২০:


করোনা ভাইরাস  রুখতে জীবাণুমুক্ত স্প্রে ও সাধারণ নাগরিকদের  সচেতন করার  পৃথকভাবে কর্মসূচি নিলেন পৌর কর্মচারী ও বিভিন্ন গণ সংগঠনের কর্মীরা। সি আই টি ইউ অনুমোদিত কালনা পৌরসভা কর্মচারী সমিতির উদ্যোগে সোমবার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আবাসনে জীবাণুমুক্ত স্প্রে করা হয়। পাশাপাশি এদিন সাধারণ  নাগরিকদের করোনা নিয়ে সচেতন করা হয়।  একইভাবে মহিলা যুব সহ বিভিন্ন বাম গণসংগঠনের কর্মীরা ১৮ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি রুপায়ন করেন।

সক্রিয়ভাবে অংশগ্রহন করে কালনা পৌরসভা সমিতির সম্পাদক কৌশিক মল্লিক  এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী জনা পাল বলেন–  পশ্চিমবঙ্গে করোনার গোষ্ঠী সংক্রমনের শুরুতেই স্বাস্থ্য ব্যবস্থা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। পাশাপাশি লকডাউনের কারণে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে। কাজ নেই, রোজগার নেই। চরম অভাব এখন ঘরে ঘরে। এই অবস্থায় করোনায় আক্রান্ত হলে চিকিৎসা পাওয়া কার্যত কঠিন।   সরকারি  হাসপাতালগুলিতে বেড নেই, পর্যাপ্ত ভেন্টিলেশন নেই, প্রয়োজনীয় চিকিৎসা পর্যন্ত নেই। রোগে আক্রান্ত মানুষ জন হাসপাতালের দরজায় দরজায় ঘুরে ভর্তি হতে না পেরে রাস্তাতেই মড়ছেন। তাই নিজেকে সুস্থ্য রাখতে গেলে সর্বোচ্চ সাবধানতা নিজেকেই নিতে হবে। কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতেই হবে।

Related posts

মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ীর শহীদ স্মরণ

E Zero Point

‘উদ্যোগ’-এর রক্তদান শিবির

E Zero Point

মেমারিতে কোটি টাকা আত্মসাৎকারী মহিলার স্বামী গ্রেপ্তার

E Zero Point

মতামত দিন