24/03/2023 : 11:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্বপ্নভূমির বস্ত্র বিতরণ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২৭ এপ্রিল ২০২২:


আর মাত্র কয়েক দিন পরেই পালিত হবে মুসলিম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব  ইদুল ফিতর বা খুশির ঈদ।নতুন জামা কাপড় পড়ে বড়দের পাশাপাশি আনন্দে মেতে উঠবে ছোট ছোট কচি কাঁচারাও। কিন্তু বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে যে সকল পরিবার আর্থিক দিক দিয়ে পিছিয়ে তারা কি করেই বা তাদের পরিবারের সাথে সাথে ছোট ছোট কচি কাচাদের নতুন বস্ত্র তুলে দেবে?

তাই এবার সেই সকল আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া পরিবারগুলির কথা মাথায় রেখে এদিন এগিয়ে এলো মেমারির স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

মেমারি নতুন বাসস্ট্যান্ডে এদিন মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে মেমারি বিধানসভার মেমারি শহর, বাগিলা অঞ্চল,কুচুট অঞ্চল,দলুইবাজার ১নং অঞ্চলের বেশ কিছু দুঃস্থ পরিবারের শিশুদের হাতে ঈদের উপহার স্বরুপ নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটালো। পাশাপাশি বেশ কিছু শারীরিক প্রতিবন্ধী দের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের পাশে থাকার বার্তাও দিল স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

গতবছরও তারা একইভাবে এই কর্মসূচি গ্রহণ করেছিল। আগের বছরের থেকে উপহারের সংখ্যা বাড়িয়ে এবছরও প্রায় ১৭০ জন জন বাচ্চাদের হাতে আসন্ন ঈদ উপলক্ষে নতুন বস্ত্র তুলে দিয়ে এবছরও তারা বার্তা দিল যে খুশির ঈদ যেন সকলের খুশিতেই কাটে।

স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এদিনের এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার এডিএমজি সুপ্রিয় অধিকারী, অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক মহঃ শামীম, বিশিষ্ট সমাজসেবী জামাত আলী সহ স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সকল সদস্য সদস্য বৃন্দ।

Related posts

ভগ্ন বিপদজনক অবস্থায় কাটোয়া শাখার ফেরিঘাট

E Zero Point

শান্তিনিকেতনে মেডিকেল শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনার ১১ই ফেব্রুয়ারি

E Zero Point

অন্নপ্রাশন উপলক্ষে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র দান

E Zero Point

মতামত দিন