28/04/2024 : 7:58 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আদিবাসী সংস্কৃতির ধারাকে বহন করতে আদিবাসী মেলা জামালপুরে

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, জামালপুর, ৩০ জানুয়ারি ২০২১:


পূর্ব বর্ধমান জেলার, জামালপুর ব্লকের পারাতল ২ গ্রাম পঞ্চায়েতের, বাহাদুরপুর গ্রামের আদিবাসী মেলা আজ সমাপ্ত হল।
উক্ত এই মেলায় ছিলো আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে আদিবাসী নৃত্য ,তীর নিক্ষেপ ,ফুটবল সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ।
মেলার শেষ দিনে অর্থাৎ আজ আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি নিয়ে বিশেষ অনুষ্ঠান করা হয় ।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ- সভাধিপতি দেবু টুডু, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ্য ভূতনাথ মালিক সহ অন্যান্য আরও অনেকে ।

উক্ত মেলার মঞ্চে দেবু টুডু বলেন একটা সময় ছিলো যখন একটা বিশেষ রাজনৈতিক দল আদিবাসীদের শুধু দলীয় পতাকা বয়িয়েছে , সব ধর্মের দেবতার স্থান থাকলেও আদিবাসীদের কোনো দেবতার স্থান ছিল না বলে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
‘জায়ের স্থান ‘ করে দিয়েছে ।


এদিন মেলায় আদিবাসী নিত্যতে কাঁধে মাদল নিয়ে আদিবাসী নৃত্যে সামিল হন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ -সভাধিপতি দেবু টুডু, এছাড়াও পা মেলান জামালপুর ব্লকের বিডিও শুভংকর মুজুমদার, জয়েন্ট বিডিও বিপ্লব দত্ত। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, পরাতল ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাবিয়া বেগম ,সহ আরো অনেকে। এই আদিবাসী মেলা- কে কেন্দ্র করে এলাকার সকল সম্প্রদায়ের মানুষ উৎসবের মেজাজ মেতে ওঠে।

Related posts

আমের উৎসবে সমস্ত রেসিপি আম দিয়ে শহরে চলছে”ম্যাঙ্গো ম্যানিয়া”

E Zero Point

ডিমের উপর অভিনব শিল্পকর্ম কালনার প্রসেনজিত দাসের

E Zero Point

বলিউড নায়িকা আমিশা প্যাটেলে রোড শো

E Zero Point

মতামত দিন