03/05/2024 : 6:29 AM
আমার বাংলা

বাংলা একাডেমি আয়োজিত সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা

জিরো পয়েন্ট নিউজ রাজকুমার দাস, কলকাতা, ৫ ফেব্রুয়ারি ২০২১:


সাহিত্য ও সংস্কৃতি র মেলবন্ধনে লেখক ও পাঠকের মাঝে এক সুচারু মেলবন্ধনের এক সেতু গড়ে তুলতে এই মেলা তার নিজস্ব কৃতিত্ব তৈরি করে চলেছে।লেখক তৈরির প্রথম ধাপে লিটল ম্যাগাজিন এ লিখে সাহিত্যের মাঝে অনেক লেখক আজ নামি দামি হয়েছে।তাই এই লেখক তৈরির আঁতুরঘর সকলের কাছে সাহিত্য সেবক হিসাবে সকলের কাছে অনেকটাই আপন।সেই জন্যই পঃ বঃ বাংলা একাডেমি আয়োজিত “সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা”-প্রতি বছরের ন্যায় এবছর একাডেমি চত্বরে উদ্বোধন হয়ে গেল।

৩রা ফেব্রুয়ারি থেকে ৭ই ফেব্রুয়ারি এই মেলা চলবে।তিনশত লিটল ম্যাগাজিন ও প্রায় চারশো লেখক কবি এই মেলায় যোগদান করছেন।উদ্বোধন করেন আবুল বাশার ও রণজিৎ দাশ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু,ইন্দ্রনীল সেন,এদের পাশাপাশি ছিলেন কবি জয় গোস্বামী সহ অন্যান্য।কবিতা পাঠ,গল্প পাঠ,আলোচনা সভা প্রতিদিন হচ্ছে।উপস্থিত থাকছে নামি অনামি সাহিত্য প্রিয় কবি সম্পাদক ও পাঠক।যা নিয়ে বেশ জমজমাট এই মেলা,যা আগামী দিনে বাংলা তথা বাংলা ভাষার কলমের সৈনিকদের এগিয়ে যেতে এক নতুন দিগন্ত রূপে কাজ করবে তা বলাই চলে।

Related posts

লাইব্রেরীতে পুলিশ, চক্ষু চড়কগাছ পাঠকদের

E Zero Point

ড্রেনের আবর্জনাকে কেন্দ্র করে মেমারিতে তৃণমূল-বিজেপির বচসা, উভয় পক্ষের থানায় অভিযোগ দায়ের

E Zero Point

কান্দিতে দিলীপ ঘোষের সভা শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

E Zero Point

মতামত দিন