06/05/2024 : 3:04 AM
আমার বাংলা

পঞ্চম বার্ষিকী জেলা সম্মেলন হয়ে গেল পোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ৮ ফেব্রুয়ারি ২০২১:


গুটি গুটি পায়ে ছয়বছর হয়ে গেল সংগঠনের বয়স।
কেবলমাত্র সমগ্র ইঞ্জিনিয়ারিং দপ্তরের ইঞ্জিনিয়ার দের সার্বিক উন্নতি সাধন করার একক লক্ষ্যে, যারা বিভিন্ন সরকারী ভবন,সড়ক,সেতু,খাল,পানীয় জল সরবরাহ ,জলসেচ প্রণালী ইত্যাদির নির্মাণ অথবা রক্ষণাবেক্ষণ সাথে সম্পর্কযুক্ত যেমন নির্মাণ সহায়ক,সর্বশিক্ষা মিশনের ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার সহ জুনিয়র ইঞ্জিনিয়ার, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ আরো অন্যান্য বিভিন্ন সরকারি ইঞ্জিনিয়ার দপ্তরের অর্থাৎ পূর্ত দপ্তর, জনস্বাস্থ্য কারিগরী দপ্তর, জলসেচ এবং জলপথ দপ্তর, পঞ্চায়েত এবং গ্রামীণ বিকাশ দপ্তর,জলের উৎস অন্বেষণ প্রমুখ বিষয়কে নিয়ে উন্নত সাধনে গড়ে ওঠে “পোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের”-পথ চলা শুরু হয় ২০১৫সালে।

গত ৬ই ফেব্রুয়ারি কলকাতার মহাজাতি সদনে হয়ে গেল সংগঠনের পঞ্চম বার্ষিকী জেলা সাধারণ সম্মেলন হয়ে গেল।সংগঠনটি সম্পূর্ণ ভাবে ইঞ্জিনিয়ার ক্যাডারদের সংগঠন।মানুষের সেবায় ইঞ্জিনিয়ার রা সকলেই নিয়োজিত।এদিনের অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী সুব্রত ঘোষ জানান আমরা সবাই বাস্তুকর,আমাদের কিছু বিধিসম্মত-ন্যায্য যুক্তিসঙ্গত দাবি দাওয়া আছে,যেমন দ্রুত পদোন্নতি, সঠিক বদলি নীতি প্রমুখ।এদিনে সংগঠনের প্রতিটি জেলার সদস্য রা উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে ছিলেন শ্রী বিপ্লব রায়,অনন্ত নন্দী,অনির্বাণ ওঝা প্রমুখরা। আগামীদিনে নানান সমাজ সেবামূলক কাজে ও সংগঠন প্রতিবারের ন্যায় নিজেদের বাস্ত রাখবেন বলে জানিয়েছেন।

Related posts

ভাতারে রক্তদান শিবির

E Zero Point

ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে একটি মিলিটারি গাড়ি

E Zero Point

বৃদ্ধাশ্রমে ইন্ডিয়ান অয়েল এর ৬২ তম জন্ম দিবস পালন

E Zero Point

মতামত দিন